বাহমনী সম্রাজ্য || Bahmani Kingdom
• বাহমনী রাজ্য : মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে 1347 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে হাসান বা জাফর খাঁর নেতৃত্বে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তিনি আবুল মুজাফফর আলাউদ্দিন বাহমান শাহ উপাধি ধারণ করেন। তিনি নিজেকে পারস্যের বিখ্যাত বীর বাহমন এর বংশধর বলে দাবি করতেন এজন্য তার বংশ বাহমনী বংশ নামে পরিচিত। তিনি গুলবর্গায় তার রাজধানী স্থাপন করেন এবং নাম দেন আহসানাবাদ । তার পুত্র প্রথম মহম্মদ শাহের আমলে বিজয়নগর রাজ্যের সঙ্গে বাহমনী রাজ্যের সুদীর্ঘ সংগ্রামের সূত্রপাত হয়। সুলতান আহমদ শাহ গুলবর্গা থেকে রাজধানী বিদর এ স্থানান্তরিত করেছিলেন। তৃতীয় মহম্মদ শাহ এর রাজত্বকালে ইরানি নেতা মামুদ গাওয়ান রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন। মামুদ গাওয়ান রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা স্থাপিত করে গোয়া, কোঙ্কন, উড়িষ্যা ও বরঙ্গল দখল করেন। বিরোধীপক্ষের চক্রান্তে নিষ্ঠাবান ও কর্তব্য পরায়ন এই রাজকর্মচারী রাজদ্রোহী রূপে অভিযুক্ত হন এবং মদ্যপ সুলতান 1481 খ্রিস্টাব্দে তাকে অন্যায় ভাবে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। 1527 খ্রিস্টাব্দে এই বংশের শেষ সুলতান কলিম উল্লাহ শাহ এর মৃত্যু হলে বাহমনী রাজ্যের পতন হয়। বাহমনী রাজ্যের ধ্বংসস্তূপের ওপর পাঁচটি স্বাধীন মুসলিম রাজ্যের উৎপত্তি ঘটে –
১) 1484 খ্রিস্টাব্দে বেরারে ইমাদ শাহ ইমাদ শাহী বংশ,
২) 1490 খ্রিস্টাব্দে বিজাপুরে আদিল শাহ আদিল শাহী বংশ,
৩) 1490 খ্রিস্টাব্দে আহম্মদ নগরে আহমদ নিজাম শাহ নিজাম শাহী বংশ,
৪) 1518 খ্রিস্টাব্দে গোলকুণ্ডা-য় কুতুব শাহ কুতুব শাহী বংশ এবং
৫) 1527 খ্রিস্টাব্দে বিদর-এ আলী বারিদ বারিদ শাহী বংশ প্রতিষ্ঠা করেন।
১) 1484 খ্রিস্টাব্দে বেরারে ইমাদ শাহ ইমাদ শাহী বংশ,
২) 1490 খ্রিস্টাব্দে বিজাপুরে আদিল শাহ আদিল শাহী বংশ,
৩) 1490 খ্রিস্টাব্দে আহম্মদ নগরে আহমদ নিজাম শাহ নিজাম শাহী বংশ,
৪) 1518 খ্রিস্টাব্দে গোলকুণ্ডা-য় কুতুব শাহ কুতুব শাহী বংশ এবং
৫) 1527 খ্রিস্টাব্দে বিদর-এ আলী বারিদ বারিদ শাহী বংশ প্রতিষ্ঠা করেন।
