ভারতে হুন আক্রমণ || The Huna Invasion to India

ভারতে হুন আক্রমণ : হুনদের যে শাখাটি ইউরোপে ঢুকে প্রথমে ডন নদীর তীরে আসে এবং তারপর তুরস্ক, পূর্ব ইউরোপ ও রোম সাম্রাজ্য ধ্বংস করে তারা কৃষ্ণহুন নামে পরিচিত । এই শাখার নেতা হলেন এটিলা। অন্য যে শাখাটি মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগরের নিকট অক্ষু নদী উপত্যকা অঞ্চল ত্যাগ করে ভারত আক্রমণের জন্য অগ্রসর হয় তারা শ্বেতহুন নামে পরিচিত। এই শাখার নেতা হলেন তোরমান। ভিতরি স্তম্ভ লিপি থেকে জানা যায় প্রথমবার হুনদের ভারত আক্রমণ কে ব্যর্থ করে দেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত।স্কন্ধ গুপ্তের মৃত্যুর পর 467 খ্রিস্টাব্দে হুনরা আবার ভারত আক্রমণ শুরু করে। শ্বেত হুনদের নেতা তোরমান গান্ধার, পাঞ্জাব ও গুপ্ত সাম্রাজ্যের কিছু  অংশ দখল করেন। তা রাজধানী ছিল শিয়ালকোটে। 510 খ্রিস্টাব্দে মালবের গুপ্ত শাসক ভানু গুপ্ত ও তার সামন্ত প্রধান গোপরাজ তোরমান কে পরাস্ত করেন । 515 খ্রিস্টাব্দে তোরমান এর মৃত্যুর পর তার পুত্র মিহিরকুল বা মিহিরগুল রাজধানী শিয়ালকোটের সিংহাসনে বসেন। তিনিও পিতার ন‍্যায় বহু মঠ ও মন্দির ধ্বংস করেছিলেন । মধ্য ভারতে যশোধর্মন 531 খ্রিস্টাব্দে মিহিরকুল কে পরাস্ত করেন। হিউ এন সাং এর মতে 533 খ্রিস্টাব্দে মিহিরকুল আবার গুপ্ত সম্রাট নরসিংহ গুপ্ত বালাদিত্যের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। মিহিরকুল কে ভারতের এটিলা বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url