ভারতের উল্লেখযোগ্য হ্রদ || Major Lakes of India
•উত্তর ভারতের বিভিন্ন হ্রদ :
•হিমালয় পর্বতের কুমায়ুন অঞ্চলে অনেকগুলো মিষ্টি জলের হ্রদ দেখা যায়, এই হ্রদ গুলিকে তাল বলে। যেমন- নৈনিতাল, ভীমতাল, সাততাল, নাউকুচিয়া তাল, পুনা তাল, মালওয়া তাল, খুরপা তাল প্রভৃতি।
•ভুঞ্জ উপত্যকার হেমকুণ্ড এবং নন্দাঘুন্টির রূপকুণ্ড এই অঞ্চলের বিখ্যাত হ্রদ।
•কাশ্মীর হিমালয়ের উল্লেখযোগ্য মিষ্টি জলের হ্রদ হল ডাল, উলার, দুধনাগ, হরনাগ প্রভৃতি। উলার লেক হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ।
•মনিপুরের লকটাক হল উত্তর পূর্ব ভারতের বিখ্যাত হ্রদ।
•রাজস্থানের হ্রদ গুলো লবণাক্ত। এইসব লবণাক্ত হ্রদ গুলোকে প্লায়া বলে। এদের মধ্যে সম্ভর, পুষ্কর, পাচভদ্র, দিদওয়ানা উল্লেখযোগ্য।
•দক্ষিণ ভারতের বিভিন্ন হ্রদ :
•উড়িষ্যা উপকূলের চিলকা হলো ভারতের বৃহত্তম হ্রদ। এটি বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত বলে এর জল লবণাক্ত।
•কোলেরু হ্রদটি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ এর মধ্যবর্তী অংশে অবস্থিত।
•পুলিকট হ্রদটি অন্ধ্রপ্রদেশ (96%) এবং তামিলনাড়ু (3%) উপকূলে অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ।
•আরব সাগরের উপকূলবর্তী কেরালা রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদ গুলোকে কয়াল বলে। এদের মধ্যে কোচিন এর কাছে ভেম্বনাদ কয়াল এবং কুইলনের কাছে অষ্টমুদি কয়াল উল্লেখযোগ্য।
•হিমালয় পর্বতের কুমায়ুন অঞ্চলে অনেকগুলো মিষ্টি জলের হ্রদ দেখা যায়, এই হ্রদ গুলিকে তাল বলে। যেমন- নৈনিতাল, ভীমতাল, সাততাল, নাউকুচিয়া তাল, পুনা তাল, মালওয়া তাল, খুরপা তাল প্রভৃতি।
•ভুঞ্জ উপত্যকার হেমকুণ্ড এবং নন্দাঘুন্টির রূপকুণ্ড এই অঞ্চলের বিখ্যাত হ্রদ।
•কাশ্মীর হিমালয়ের উল্লেখযোগ্য মিষ্টি জলের হ্রদ হল ডাল, উলার, দুধনাগ, হরনাগ প্রভৃতি। উলার লেক হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ।
•মনিপুরের লকটাক হল উত্তর পূর্ব ভারতের বিখ্যাত হ্রদ।
•রাজস্থানের হ্রদ গুলো লবণাক্ত। এইসব লবণাক্ত হ্রদ গুলোকে প্লায়া বলে। এদের মধ্যে সম্ভর, পুষ্কর, পাচভদ্র, দিদওয়ানা উল্লেখযোগ্য।
•দক্ষিণ ভারতের বিভিন্ন হ্রদ :
•উড়িষ্যা উপকূলের চিলকা হলো ভারতের বৃহত্তম হ্রদ। এটি বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত বলে এর জল লবণাক্ত।
•কোলেরু হ্রদটি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ এর মধ্যবর্তী অংশে অবস্থিত।
•পুলিকট হ্রদটি অন্ধ্রপ্রদেশ (96%) এবং তামিলনাড়ু (3%) উপকূলে অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ।
•আরব সাগরের উপকূলবর্তী কেরালা রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদ গুলোকে কয়াল বলে। এদের মধ্যে কোচিন এর কাছে ভেম্বনাদ কয়াল এবং কুইলনের কাছে অষ্টমুদি কয়াল উল্লেখযোগ্য।