হরপ্পা সভ্যতা কুইজ | প্রাচীন ভারতের ইতিহাসে হরপ্পা সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Sadharongyan.in
হরপ্পা সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 

Sadharongyan.in ওয়েবসাইটে আপনাদের সকলকে স্বাগতম । আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের হরপ্পা সভ্যতা বিষয় থেকে গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন ও উত্তর । বেশিরভাগ পরীক্ষায় ইতিহাস চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন গুলি করা হয়। এছাড়া এর মাধ্যমে জেনারেল নলেজ বৃদ্ধিতেও সাহায্য করে। যাইহোক, এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

হরপ্পা সভ্যতা গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন ও উত্তর 

1➤ নিন্মলিখিত সভ্যতাগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা?

ⓐ বৈদিক সভ্যতা
ⓑ মেসোপটেমিয়া সভ্যতা
ⓒ হরপ্পা সভ্যতা
ⓓ মেহেরগড় সভ্যতা

2➤ হরপ্পা সভ্যতায় যে বিশাল স্নানাগার পাওয়া গেছে সেটি কোথায় অবস্থিত?

ⓐ হরপ্পা
ⓑ মহেঞ্জোদাড়ো
ⓒ কালিবাগান
ⓓ লোথাল

3➤ হরপ্পায় কে সর্ব প্রথম খননকার্য চালিয়ে ছিলেন?

ⓐ বি বি পাল
ⓑ দয়ারাম সাহানি
ⓒ রাখাল দাস বন্দোপাধ্যায়
ⓓ এম জি মজুমদার

4➤ মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি?

ⓐ আনন্দের শহর
ⓑ মৃতের স্তূপ
ⓒ আগুনের স্ফুলিঙ্গ
ⓓ কোনটাই নয়

5➤ হরপ্পা সভ্যতায় একমাত্র কোন স্থানে কোন দুর্গ পাওয়া যায় নি?

ⓐ রোপার
ⓑ চানহুদাড়ো
ⓒ হরপ্পা
ⓓ লোথাল

6➤ হরপ্পাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?

ⓐ তামা
ⓑ সোনা
ⓒ লোহা
ⓓ হরপ্পাবাসীরা ধাতুর ব্যবহার জানতেন না

7➤ হরপ্পা সভ্যতা কত প্রাচীন?

ⓐ আনুমানিক ২৫০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ
ⓑ আনুমানিক ২০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ
ⓒ আনুমানিক ১৫০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ
ⓓ আনুমানিক ১৫০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ

8➤ হরপ্পাবাসীদের কোন পশুর কথা অজানা ছিল?

ⓐ হরিণ
ⓑ গণ্ডার
ⓒ কুকুর
ⓓ ঘোড়া

9➤ মহেঞ্জদাড়ো কোথায় অবস্থিত?

ⓐ হরিয়ানার হিসারে
ⓑ জম্মুর মান্ডায়
ⓒ সিন্ধুর লারকানা প্রদেশে
ⓓ পাঞ্জাবের মন্টেগোমারী জেলায়

10➤ নীচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা নয়?

ⓐ মেহেরগড় সভ্যতা
ⓑ মিশরীয় সভ্যতা
ⓒ সুমেরীয় সভ্যতা
ⓓ কোনটাই নয়

11➤ মহেঞ্জোদাড়োতে যে “ড্যান্সিং গার্ল” এর নিদর্শন পাওয়া গেছে সেটি কি দিয়ে তৈরী?

ⓐ সোনা
ⓑ তামা
ⓒ ব্রোঞ্জ
ⓓ রূপা

12➤ কালিবাগান শব্দের অর্থ কি?

ⓐ কালির বাগান
ⓑ সুন্দর চূড়া
ⓒ কালো পাহাড়
ⓓ কালো বালা

13➤ হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?

ⓐ সিন্ধু
ⓑ যমুনা
ⓒ ইছামতী
ⓓ রাভী

14➤ কোথায় জাহাজ নির্মাণ ও মেরামতির জন্য স্থান পাওয়া গেছে?

ⓐ লোথাল
ⓑ রঙ্গপুর
ⓒ হরপ্পা
ⓓ কালিবাগান

15➤ হরপ্পা সভ্যতার কোথায় বেলেপাথরের তৈরী অঙ্গপ্রত্যঙ্গহীন লাল রঙের মূর্তি পাওয়া গেছে?

ⓐ সুকতাজেন্দার
ⓑ হরপ্পা
ⓒ লোথাল
ⓓ বনয়ালি

16➤ মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে অবস্থিত?

ⓐ ঘর্ঘরা
ⓑ যমুনা
ⓒ ইন্ডাস
ⓓ সরস্বতী

17➤ সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

ⓐ লৌহ যুগ
ⓑ ব্রোঞ্জ যুগ
ⓒ তাম্র যুগ
ⓓ প্রস্তর যুগ

18➤ হরপ্পাবাসীরা কোন দেবতার পূজা করতেন?

ⓐ বিষ্ণু
ⓑ ইন্দ্র
ⓒ পশুপতি
ⓓ ব্রহ্মা

19➤ নিন্মলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়?

ⓐ রঙ্গপুর
ⓑ কালিবাগান
ⓒ লোথাল
ⓓ হরপ্পা

20➤ কালিবাগান কোথায় অবস্থিত?

ⓐ গুজরাট
ⓑ উত্তর প্রদেশ
ⓒ রাজস্থান
ⓓ পাঞ্জাব

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url